
কবিঃ স্বপন সরকার
তোমার যত কাব্যকিতা,যত রাগ অনুরাগজানি আমি তা শুধু অন্য জনের জন্য,মনের মাধুরি মিশিয়ে বাহারি রঙ ছটায়লিখেছিলো যে হৃদয়ে তোমারই ছবিসবই আজ বিবর্ণে হয়েছে অন্তঃসারশূন্য।অথচ এ মন শুধু আঁকেনি তোমারই ছবিলিখেছে হৃদয় নিংড়ানো সব কাব্যকথা,ভেবেও ছিলাম আমি শুধু তোমারই হবোতোমারই হৃদকুঞ্জে আলোর দিশারি হয়েআঁধার ঢেকে গিয়ে আলোই আনবে স্বার্থকতা।ভুল ছিলো কিনা জানিনা,স্বপ্নের তুমিইহবে একদিন মিথ্যে মরিচীকা,ধুধু বালুচরের তপ্ততার মাঝে এসেটানবে স্বপ্নের নিদারুন যবনিকা।কতোটা পাষাণ চিত্ত তোমার, আমাকে বুঝেওপারোনি করতে নিজেকে সংবরণ,তোমার এই না পারাতে ধিকিধিকি জ্বলে জ্বলেআমার হৃদয়ের পবিত্র মন্দিরশেষ পর্যন্ত অনলকে করে নিয়েছে বরণ।