বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন লঙ্কান ক্রিকেটার

অনির্দিষ্টকালের জন্য লঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকভেলাকে নিষদ্ধ করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এমন শাস্তির কনল পড়তে হয়েছে তাকে। গতকাল শুক্রবার শ্রীলঙ্কাব ক্রিকেট জানিয়েছে এমন খবর।

 

সম্প্রতি শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় ডোপ টেস্ট দিতে হয়েছিল ডিকভেলাকে। তবে এই টেস্টে উতরে যেতে পারেননি তিনি। ৩১ বছর বয়সী এই লঙ্কান উইকেটকিপার ব্যাটার গল মার্ভেলসের হয়ে খেলেছেন। ডিকভেলার নিষেধাজ্ঞার খবর জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন অ্যান্টিডোপিং এজেন্সি পরীক্ষা চালিয়েছিল।

ডিকভেলা জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত বছরের মার্চে। চলতি বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে ছিলেন তিনি, তবে খেলার সুযোগ পাননি।

নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া অবশ্য ডিকভেলার জন্য এবারই প্রথম নয়। ২০২১ সালেও এমন শাস্তি পেয়েছিলেন তিনি। সে সময় বায়ো বাবল ভেঙ্গে বাইরে যাওয়ার কারণে নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০