বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অনেক আগে আমিও দাবা খেলতামঃ পররাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক কূটনীতির প্রবক্তা, ভ্যাকসিন কূটনীতিতে সফল এবং বিদেশে শ্রমবাজার ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে দক্ষ পররাষ্ট্রমন্ত্রী এবার দাবা খেলায় তাঁর দক্ষতা দেখালেন।

শনিবার (১৬ অক্টোবর) দিনব্যপি পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ছোট ছেলে ‘শেখ রাসেল স্মৃতি র‍্যাপিড দাবা টুর্নামেন্ট’ আয়োজন করে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অংশগ্রহণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন,বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমসহ পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক ছাত্র আব্দুল মোমেন স্মৃতিচারণ করে বলেন, ‘অনেক আগে আমি নিজেও দাবা খেলতাম।’ খেলাটি আগ্রহ সহকারে সবাই উপভোগ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024