বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অনেক নব্য ধনী মনে করে, ইংরেজি বললে স্মার্ট হয়ে যাবে: প্রধানমন্ত্রী

ইংরেজি বললে স্মার্ট হয়ে যাবে, অনেক নব্য ধনী এমনটি মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার মাধ্যম বাংলা ভাষা হওয়া উচিত। পাশাপাশি অন্য ভাষা শেখার সুযোগ থাকতে হবে। আমাদের সমাজে কিন্ডারগার্ডেন শিক্ষার বিস্তার হয়েছে অথচ প্রাইমারি স্কুলগুলো অনেক ভালো, সেখানে অভিভাবকরা পড়াতে চায় না। আবার বিদেশ থেকে ফিরে বাংলা ব্যবহার করতে চায় না।’

তিনি বলেন, ‘অনেক নব্য ধনী মনে করে ইংরেজি বললে স্মার্ট হয়ে যাবে। ছেলে-মেয়েদের ইংরেজি শেখায় খালি। স্মার্ট হতে হলেই বিদেশি ভাষায় কথা বলতে হবে, এটা ঠিক না। নিজের মাতৃভাষাকেও জানতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাঙালি রক্ত দিয়ে ভাষা রক্ষা করেছে। পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। মাতৃভাষা চর্চা করার, মাতৃভাষাকে রক্ষা করা এবং আমাদের সাহিত্যকে অনুবাদ করে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে ভাষা জাদুঘর ও ভাষা লিখনরীতি আর্কাইভসের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি দেশের ছয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় ভাষান্তরের প্রকাশনা ও বহুভাষী পকেট অভিধানের মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে চলতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০