অন্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় স্বামীর অন্ডকোষ চেপে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ভবনীপুর গ্রামের উত্তার পাড়ার নূরুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও মামলা সূত্রে জানা যায়, নিহত মো. ইব্রাহীম (৫৫) তার তৃতীয় স্ত্রী মোছা. ফাতেমাকে (৩৫) নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ফাতেমা ফুওয়াং নামক কারখানায় চাকুরি করতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। মঙ্গলবার রাতে ইব্রাহীম ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া ১১টার দিকে ফাতেমা ঘুমন্ত ইব্রাহীমের অন্ডকোষ চেপে ধরেন। কিছুক্ষণ পর ইব্রাহীমের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা ফাতেমাকে আটকে রাখে। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও অভিযুক্ত ফাতেমাকে আটক করে। এ ঘটনায় নিহতের মেয়ে মুক্তা আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করলে সে মামলায় ফাতেমাকে গ্রেফতার দেখায় পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছে। সে মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

অন্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

আপডেট ১১:৩৯:১৭ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় স্বামীর অন্ডকোষ চেপে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ভবনীপুর গ্রামের উত্তার পাড়ার নূরুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও মামলা সূত্রে জানা যায়, নিহত মো. ইব্রাহীম (৫৫) তার তৃতীয় স্ত্রী মোছা. ফাতেমাকে (৩৫) নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ফাতেমা ফুওয়াং নামক কারখানায় চাকুরি করতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। মঙ্গলবার রাতে ইব্রাহীম ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া ১১টার দিকে ফাতেমা ঘুমন্ত ইব্রাহীমের অন্ডকোষ চেপে ধরেন। কিছুক্ষণ পর ইব্রাহীমের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা ফাতেমাকে আটকে রাখে। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও অভিযুক্ত ফাতেমাকে আটক করে। এ ঘটনায় নিহতের মেয়ে মুক্তা আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করলে সে মামলায় ফাতেমাকে গ্রেফতার দেখায় পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছে। সে মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।