বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অভাবের তাড়নায়

কবিঃ রুনা মুখার্জী

অভাব ঘরে ঢুকলে পরে
থাকবে নাকো সুখ,
ক্ষুধার জ্বালা থাকবে পেটে
কষ্টে ভরা বুক।

অনেক কিছু খাবার কেউ
ডাস্টবিনে ফেলে,
পেটের ক্ষুধা মেটাতে কেউ
সেই খাবার গেলে।

কেউ আবার লজ্জা করে
পেট জ্বালায় মরে,
কেউ ভাবে না তাদের কথা
দেখলে পরে সরে।

ঋণের বোঝা মাথায় নিলে
মুখ থাকবে কালো,
শোধ করতে ব্যর্থ হলে
হবে না কিছু ভালো।

ভাগ্য দোষে অনাহারে তে
কাটে জীবন দুখে,
ভালো কর্ম করলে পরে,
থাকবে সদা সুখে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০