বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অশান্ত এ জীবন

কবিঃ এম এ মানিক

কলম আমার ছুটছে বেগে
বাস্তব লেখার তরে,
মানে না যে কোন বাঁধা
অস্থির এ অন্তরে!

সুখ পাখিটা এ জীবনে
গেছে আমার উড়ে,
বুকের মাঝে কষ্ট গুলো
তুষানলে পুড়ে।

অশান্ত এ জীবন জুড়ে
পেলাম দুঃখ ব্যথা,
আমার লেখা শতো কথা
থাকবে কাব্যে গাঁথা।

লেখা আমার থাকবে পড়ে
থাকবো নাকো আমি,
হয়তো আমি সবার কাছে
নইতো অতো দামি!

লক্ষ প্রাণের হিয়ার মাঝে
থাকবো আমি বেঁচে,
আমার লেখা ডায়েরি পাতা
দুঃখ দেবে ঘুচে।

অস্তপারের সন্ধ্যা তারায়
যাবো যবে মিশে,
আমার লেখা কাব্যকথা
থাকবে সবার পাশে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০