শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অসাধু সাবধান আজ সাধুর হবে বলিদান!

কবিঃ মুহাম্মদ শামসুল হক বাবু

যে দেশে স্বাধীনতা বিরোধী, রাজাকার ও যুদ্ধাপরাধীরাও বিভিন্ন প্রকার কলাকৌশলে স্বাধীনতা পদক ও রাষ্ট্রীয় পদক ছিনিয়ে নেয়। জাতীয় পতাকা ব্যবহার করে দেশদ্রোহীরা। যদি রাষ্ট্র চালায় অযোগ্য মুখোপাধ্যায় এবং রাজনীতির নামে চলে পেটনীতি। এই কি তবে সেই ত্রিশ লক্ষ বীর জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত জন্মভূমি? লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে নির্মিত স্বাধীনতার পতাকা? যে পতাকা খামচে ধরে শিয়াল কুকুর! যে পতাকা ঠুকরে ছিঁড়ে খাচ্ছে চিল আর শকুন! মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার তালিকায় জোর করে ক্ষমতার অপব্যবহার করে কালো টাকার বিনিময়ে নাম লেখায় অথচ প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা বীরত্বপূর্ণ খেতাব থেকে বঞ্চিত হয়, প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও গেজেটে নাম নাই বলে সমাজ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং ভাষা সৈনিক ও বুদ্ধিজীবী না হয়েও বুদ্ধিজীবীর তালিকায় যদি থাকে নাম তাহলে এদেশে ভালো মানুষ ও গুণীদের আর নাই কোনও কাম। দূর্ণীতিবাজ, দলবাজ, গুটিবাজ, চালবাজ, তেলবাজ, মতলববাজ, পল্টিবাজ, রংবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসে যদি ভরে যায় দেশ তাহলে সবকিছু হয়ে যাবে নিমিষেই শেষ। চারিদিকে শুধুই ভণ্ড প্রতারক অলেখকের দৌরাত্ম। ওরাও কি জাতির স্তম্ভ বা বিবেক? কলম সৈনিক অপকর্ম করে দৈনিক! জাতি হবে পথহারা ও দিশেহারা যদি আমলা কামলা, রক্ষক ও শিক্ষক যখন হয় ভক্ষক এবং অসাধু ব্যবসায়ী কারসাজি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা অর্জনে হয়ে ওঠে মরিয়া তাহলে শিকল দিয়ে বেঁধে কে রাখবে ওদের ধরিয়া? নদী দখল ও ভূমি দখল করে দস্যুরা! ধনী গরীবের ব্যবধান বেড়ে চলে কেউ কোনও কথা নাহি বলে! প্রতিনিয়ত দুঃখিনী মায়ের মতো যৌনাচার, পাপাচার ও ধর্ষিতার করুণ আর্তচিৎকার শুনি ও দেখি! ধর্ম নিয়েও ব্যবসা করে। ধর্ম বর্ণ জাতিতে জাতিতে চলে হিংসা বিদ্বেষ। চরিত্রহীন বাঙালির হাত থেকে সম্মাননা ও চরিত্রের সনদ গ্রহনযোগ্য নয়। অন্যায় অবিচারে ভরে গেলে দেশ মুক্তিযুদ্ধের ইতিহাস হয়ে যাবে শেষ। প্রভু আমি মুক্ত আকাশ মুক্ত বাতাসে স্বাধীন ভাবে বেঁচে থাকার অক্সিজেন গ্রহণের অধিকার দাও হে প্রভু আমায়। আমি বাঙালি। আমি গরিব কৃষকের সন্তান। আমিও কৃষক। আমিও শব্দ চাষ করি। আমি বাঁচতে চাই। বাঙালি হয়েই সসম্মানে মরতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024