
‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি’র কাঁকনহাট উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ জুন) কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক রিপন বসাক, কাঁকনহাট উপশাখার ইনচার্জ নাফিউল হক সরকার, স্কুল প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক বলেন, বিভিন্ন প্রতারক চক্র থেকে বাঁচা ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত এমন কর্মসূচি পালন করে থাকি।
কর্মসূচিতে সঞ্চয়, সঞ্চয়ের কৌশল ও উপকারিতা, ব্যক্তিগত বাজেট ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।