শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আইপিএলে থাকছে না চিয়ারলিডার-আতশবাজি

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকের ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হবে।রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এই ম্যাচে নিরবতা পালনের পাশাপাশি হামলায় শোক প্রকাশের অংশ হিসেবে আইপিএলে এক দিনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিসিআই।

 

প্রতিদিনের মতো আজ চিয়ারলিডার থাকছে না। ফোটানো হবে না আতশবাজিও। পুরো ম্যাচে থাকবে শোকের আবহ। খেলোয়াড় ও আম্পায়ারদের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালস, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফদেরও কালো বাহুবন্ধনী পরতে বলা হয়েছে।বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আজকের ম্যাচে চিয়ারলিডার বা আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।’

 

এ হামলার ঘটনায় ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী লেখেন, ‘এটি একটি ঘৃণ্য ও কাপুরুষোচিত কাজ, যা পুরো জাতিকে এক করে দেবে — একটিও বাদ নয়।’দেশটির সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা লেখেন, ‘হৃদয়বিদারক’ বললেও কম বলা হবে। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য গভীর সমবেদনা। তারা যেন শান্তিতে বিশ্রাম নেন। এই ঘৃণা কবে শেষ হবে?’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০