শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আইসোলেশনে জাতিসংঘের মহাসচিব

আইসোলেশনে চলে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। জানা গেছে মঙ্গলবার (৭ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান এবং আগামী কয়েকদিন তিনি সেখানেই অবস্থান করবেন। আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত মুখোমুখি সকল বৈঠক ও কর্মসূচীও বাতিল করেছেন ৭২ বছর বয়সী জাতিসংঘ মহাসচিব। আজ বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘ মাহসচিবের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না।

এছাড়া বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানেও তিনি থাকছেননা।যদিও করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১