শেখ হাসিনার সরকার বিগত সাড়ে ১৬ বছরে জামায়াতের ১১ জন শীর্ষ নেতা ও ৫০০ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে দলটির নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাটে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
নুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাড়ে ১৬ বছরে ১১ জন শীর্ষ নেতাকে জেলহাজতে রেখে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০ হাজার মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। মাসের পর মাস আমাদের নেতাকমীরা মাঠে-ময়দানে ঘুমিয়ে রাত কাটিয়েছেন।’
আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে আমাদের দুর্বল করে দিয়েছে। দেশের ভৌগোলিক সীমানাকে দুর্বল করে প্রতিবেশী দেশকে সুযোগ করে দিয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। প্রকৃত তদ্ন্ত আমাদের সামনে আসেনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ককে শাস্তির আওতায় আনতে হবে।’