মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগার অহংকার

কবিঃ শাহী সবুর

আগা বলে ওরে গোড়া
তোর জন্ম মিছে,
চিরকাল তুই শুধু
রয়ে গেলি নিচে।

গোড়া বলে সেই ভালো
তুমি বড় দামী,
তোমাকে উপরে দিয়ে
গর্বিত আমি।

আগা বলে আমি সুখী
আলো বায়ু নিয়ে,
পৃথিবীর কোন কাজ
হয় তোমা দিয়ে?

অকাতরে ফলফুল
আমি দিয়ে থাকি,
নিরেট গোড়াতো তুমি
দাও শুধু ফাঁকি।

গোড়া বলে ওরে আগা
তুমি গেলে ভুলে,
তোমাকে উপরে সে তো
আমি রাখি তুলে।

প্রবাল বাতাসে তোমায়
দিতে চায় ফেলে,
সর্বশক্তি দিয়ে আমি
রাখি তোমায় মেলে।

আমার জীবনে যদি
ঘটে বিপর্যয়,
ভুতলে লুটাবে তুমি
জানিও নিশ্চয়।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

All Rights Reserved ©2024