
পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাকালে গ্রেফতার ১৩ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
আজ শনিবার রাত ১০টার মধ্যে তাদের মুক্তি না দিলে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
এর আগে আজ বেলা ১১টা থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য চূড়ান্ত ছাত্র সমাবেশ করে সমন্বয় পরিষদ। পরে বেলা আড়াইটার দিকে শাহবাগে পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং ১৩ শিক্ষার্থীকে আটক করে।