আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

তিনি বলেন, সঠিক পথে রাজনীতি চর্চা করলেই অপরাজনৈতিক সংস্কৃতি দূর হবে এবং প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের আগে থেকেই দেখা যায়, কিছু গোষ্ঠী ইসলাম ও বিভিন্ন তরিকা ব্যবহার করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করে। সাম্প্রতিক সময়েও সেই প্রবণতা আরও বেড়েছে। একটি দল রাজনীতি ও নির্বাচনে ইসলামের নাম নিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে, যা ইসলামের জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং আমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রবর্তিত মদিনার ইসলামে বিশ্বাসী। তাই যারা বিভ্রান্তি ছড়ায় ও মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে।’

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

আপডেট ০৮:০২:৪০ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

তিনি বলেন, সঠিক পথে রাজনীতি চর্চা করলেই অপরাজনৈতিক সংস্কৃতি দূর হবে এবং প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের আগে থেকেই দেখা যায়, কিছু গোষ্ঠী ইসলাম ও বিভিন্ন তরিকা ব্যবহার করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করে। সাম্প্রতিক সময়েও সেই প্রবণতা আরও বেড়েছে। একটি দল রাজনীতি ও নির্বাচনে ইসলামের নাম নিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে, যা ইসলামের জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং আমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রবর্তিত মদিনার ইসলামে বিশ্বাসী। তাই যারা বিভ্রান্তি ছড়ায় ও মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে।’