
সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পাস করেন। নির্বাচিত হওয়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন এই অভিনেতা। বিজয়ী হওয়ার পরদিন আজ সোমবার দুপুরে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করেছেন আজ। তারপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
তিনি বলেন, ‘আমার সবোর্চ্চ ভূমিকা থাকবে এলাকার মানুষদের জন্য। তারা সব সময় আমাকে পাশে পাবেন। ঢাকা-১০ আসনে অনেক তারকা, শিল্পী ও গণমাণ্য ব্যক্তির বসবাস। তাঁদের ভোটে আমি নির্বাচিত হয়েছে। তাই তাঁদের প্রত্যাশা অনেক বেশি। আমি চেষ্টা করব তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য।’
গতকাল তাঁকে ভোট দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এ সময় সঙ্গে ছিলেন ফেরদৌসও। তখন কী কথা হয়েছে জানতে চাইলে বলেন, “ওই সময় তিনি ভোট দিতে এসে মজা করে বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’ এটা শুনে আমরা সবাই খুব মজা পেয়েছি।”