বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আমার পণ

কবিঃ হারুনুর রশীদ

প্রাণ পেয়েছি প্রাণি আমি, অমূল্যধন মন।
মন আছে তাই মানুষ হবো এই করেছি পণ।
সুশিক্ষা লাভ করে মনের অন্ধকার সব তাড়াই।
আলোকিত সমাজ গড়তে সাহায্যের হাত বাড়াই।
 
হিংসা-দম্ভ পায়ে দলে সম্প্রীতিতে ভরে
নিন্দুকেরেও বন্ধু করে রাখবো বুকে ধরে।
বন্ধু যদি কোনো ভাবে ভুল পথে যায় চলে,
সরল পথে আনবো ডেকে মধুর কথা বলে।
 
পূণ্যে ভরা গুণীজনদের করবো অনুসরণ।
ত্যাগ-তিতিক্ষায় ধন্য হবো হয় যদি হোক মরণ।
বিধির বিধান পালন করে জনসেবা করবো।
সত্য-ন্যায়ের পথটি ধরে সুখী সমাজ গড়বো।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০