
কবিঃ হারুনুর রশীদ
প্রাণ পেয়েছি প্রাণি আমি, অমূল্যধন মন।মন আছে তাই মানুষ হবো এই করেছি পণ।সুশিক্ষা লাভ করে মনের অন্ধকার সব তাড়াই।আলোকিত সমাজ গড়তে সাহায্যের হাত বাড়াই।হিংসা-দম্ভ পায়ে দলে সম্প্রীতিতে ভরেনিন্দুকেরেও বন্ধু করে রাখবো বুকে ধরে।বন্ধু যদি কোনো ভাবে ভুল পথে যায় চলে,সরল পথে আনবো ডেকে মধুর কথা বলে।পূণ্যে ভরা গুণীজনদের করবো অনুসরণ।ত্যাগ-তিতিক্ষায় ধন্য হবো হয় যদি হোক মরণ।বিধির বিধান পালন করে জনসেবা করবো।সত্য-ন্যায়ের পথটি ধরে সুখী সমাজ গড়বো।।