নেইটো সম্মেলন শেষে তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তার একক সংবাদ সম্মেলন শুরু করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। নেইটোর কার্যকারিতা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘যারা ভেবেছিলেন নেইটোর সময় শেষ হয়ে গেছে তারা ইউক্রেইনে রাশিয়ার হামলার পর ধাক্কা খেয়েছেন।’
তার শত্রুরা নয়, বরং তার দলের মধ্যে থেকেই অনেকেই তাকে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার জন্য দাবি তুলছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন যে, এরপরও কেন তিনি প্রতিযোগিতায় রয়েছেন?
এর জবাবে বাইডেন বলেন, ‘আমি আমার উত্তরাধিকার রেখে যেতে আসিনি। আমি যে কাজ শুরু করেছিলাম তা শেষ করে যেতে চাই।’
বাইডেনের ওপর বাড়তে থাকা চাপের কারণে অনেক ডেমোক্র্যাট চাইছেন তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়াই করুন ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, হ্যারিসকে নিয়ে বাইডেন বলেন, ‘আমি তাকে রানিং মেট হিসেবে বেছে নিতাম না যদি না সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতো। আমি শুরু থেকেই বলে আসছি যে, তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে। এ কারণেই তাকে আমি বেছে নিয়েছি।’ সম্মেলনে বেশিরভাগ সময় ধরেই ইউক্রেইনে রাশিয়ার হামলা ও যুদ্ধে ইউক্রেইনের পক্ষে মিত্রদেরকে একত্রিত করার জন্য তার নিজস্ব প্রচেষ্টা বিষয়ে কথা বলেন বাইডেন।
একক সংবাদ সম্মেলনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ইউক্রেইনের প্রতি নেইটোর সমর্থনের প্রশংসা করে বাইডেন বলেন, ‘আজ ইউক্রেইন এখনও টিকে আছে। এবং নেইটোও আগের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী হয়ে টিকে আছে। নেইটো কেবল শক্তিশালীই হয়নি, এর আকারও বৃদ্ধি পেয়েছে।’
বক্তৃতা দেয়ার সময় নেইটো জোটকে শক্তিশালী রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় গাজা যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে চলমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় একটি কাঠামো তৈরির কৃতিত্ব নিজেকে দিয়ে বাইডেন বলেন, ‘ওই অঞ্চলের বিশদ বিবরণ দেয়ার জন্য আমি সেখানে আমার প্রতিনিধিদেরকে পাঠিয়েছি।’
তিনি এই সময় আরও উল্লেখ করেন যে, শান্তি আলোচনায় এখনও কিছু ‘ফাঁক’ রয়ে গেছে। তিনি আরও বলেন, ‘যুদ্ধ বন্ধ করার জন্য বর্তমান পরিস্থিতি ইতিবাচক।’ এর আগে নেইটো সম্মেলনের সমাপনী বক্তব্যে ভুল করে ইউক্রেইনের প্রেসিডেন্ট যেলেনস্কিকে পুতিন বলে সম্বোধন করেছিলেন বাইডেন।
নিজের একক সংবাদ সম্মেলনে তিনি আবারও একই ধরণের একটি ভুল করেন। এই সময় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে গুলিয়ে ফেলেন তিনি। এক প্রশ্নের জবাব দেয়ার সময় বাইডেন বলছিলেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে বেছে নিতামনা যদি...।’
যেলেনস্কিকে পুতিন হিসেবে সম্বোধন করার পরে তিনি তার ভুল সংশোধন করেছিলেন। তবে পরের বার তিনি আর তার ভুল সংশোধন করেননি।
তবে চোখে পড়ার মতো এরকম কয়েকটি ভুল করার পরও নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিকে আক্রমণ করার সুযোগ ছাড়েননি বাইডেন।
তিনি বলেন, ‘আমি তাকে একবার পরাজিত করেছি এবং আমি আবারও তাকে পরাজিত করব।’ এই সময় এক সাংবাদিক যেলেনস্কি ও পুতিনের নাম বিভ্রাট সম্পর্কে বললে এর প্রতিক্রিয়ায় হেসে ওঠেন তিনি।