বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি চাপাবাজ

কবিঃ শাহী সবুর

ব্যবসা এখন জমেছে ভাই
চাপাবাজী নিয়ে,
সবাই এখন আখের জোগায়
চাপাবাজী দিয়ে।

চাপাবাজের বড় গলা
চক্ষু করে লাল,
ফকির থেকে বাদশা সবাই
চাপায় চালে চাল।

চোখের সামনে চাপা মেরে
দিনকে করে রাত,
আচ্ছা মতন চাপা ঝাড়
সবাই হবে মাত।

জনগণের সামনে নেতা
মঞ্চে চাপা ঝাড়ে,
আমজনতার মনকে তারা
চাপা মেরে কাড়ে।

কথার সঙ্গে কাজের মিলটা
চাপা দিয়ে ঢাকে,
চাপা মেরে চাপার নেতা
চাপায় টিকে থাকে।

যাক না এ দেশ রসাতলে
কি আসে যায় তাতে?
চাপাবাজী করে সবাই
ফায়দা আনে হাতে।

নারী পুরুষ সবাই এখন
চাপায় অগ্রগামী,
পৃথিবীতে চাপা এখন
সবার চেয়ে দামী।

চাপায় ছাড়া লাভ মেলে না
বুঝে গেছি আজ,
এই কারণে আমি এখন
বড় চাপাবাজ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০