
আমেরিকানসহ বিভিন্ন দেশের আরও ২০০ নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।বলা হয়েছে, এই অনুমতির জন্য তালেবানকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ।নামপ্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স।ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই ২০০ মানুষ আফগানিস্তান ছাড়বেন।এদিকে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, সাবেক কর্মকর্তারা দেশে ফিরে আসলে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবো।পাশাপাশি কূটনীতিক, দূতাবাস এবং মানবাধিকার ত্রাণেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তালেবান এই অঞ্চল এবং বাইরের দেশগুলোর সঙ্গে পজিটিভ এবং শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।তালেবানের প্রতিষ্ঠাতা এবং প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা মোল্লা ওমরের রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।তিনি বলেন, তালেবান নেতারা আফগান জনগণের প্রতি একটি মহান দায়িত্ব এবং পরীক্ষার মুখোমুখি হয়েছেন।