
বৃহস্পতিবার সিলেট নগরের হজরত শাহজালাল (র.) এর মাজারসংলগ্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নির্বাচনী প্রচার শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন।
মোমেন বলেন, ‘আমরা সংঘাত চাই না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সুলতানা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি খাবির প্রমুখ।