
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর জন্য কাজ মাসে ৪৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন মাস্ক।
উল্লেখ্য, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণায় মঞ্চে ওঠার প্রায় ১৫ মিনিট পর ট্রাম্পের ওপর গুলি করা হয়। এর ফলে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। এর পরপরই তাকে ঘিরে ধরে মঞ্চ থেকে সরিয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা।
পরে সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হন বন্দুকধারী। হামলাকারীকে পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনা প্রতিরোধ ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিসকে দোষারোপ করেছেন ইলন মাস্ক।
তবে হামলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্র্যুথ সোশ্যালে সিক্রেট সার্ভিসদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। এর পরপরই এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে।’
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ায় টেসলার প্রধানকে নিজের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন এক্সের ব্যবহারকারী ও মাস্কের ভক্তরা।
মাস্ক বলেন, সামনে অনেক বিপদ রয়েছে। ‘গত আট মাসে’ দুই ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন।
ট্রাম্পের হত্যাচেষ্টার পরপরই এমন মন্তব্য করলেন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দেন তিনি।