রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক রুবেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন এই অভিনেতা।

রুবেল বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যাদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের।

এর আগে মনোনয়ন ফরম কেনেন অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করছেন। ভোটারদের শোনাচ্ছেন উন্নয়নের কথা। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024