বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো সময় ও অর্থ— কোনোটাই যুক্তরাষ্ট্রের নেই বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) এক চিঠির মাধ্যমে হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্দা ইয়াং মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন ও অন্যান্য কংগ্রেস নেতাদের এ বিষয়ে সতর্ক করেছেন। খবর রয়টার্সের।

শালান্দা ইয়াং বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই : কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য অস্ত্র ও সরঞ্জাম কেনার এবং মার্কিন সামরিক স্টক থেকে সরঞ্জাম সরবরাহ করার মতো আমাদের কোনো অর্থ শেষ হয়ে যাবে। তহবিল জোগান দেওয়ার মতো আমাদের হাতে কোনো জাদুর চড়া নেই। আমাদের হাতে অর্থ নেই। আমাদের সময় প্রায় শেষ।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্র নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি মার্কিন কংগ্রেস।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেন, ইসরায়েল ও মার্কিন সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলারের বরাদ্দ চায়। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি।

হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্দা ইয়াংয়ের চিঠির পরপর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মাইক জনসন বলেছেন, ইউক্রেন কৌশল নিয়ে বাইডেন রিপাবলিকানদের উদ্বেগগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারেনি। জাতীয় সুরক্ষায় কোনো প্যাকেজ হাতে নিলে সেখানে অবশ্যই মার্কিন সীমান্ত নীতির বিষয়টি রাখতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ডেমোক্র্যাট সিনেটর ও হোয়াইট হাউস যুক্তিসঙ্গতভাবে আলোচনা করলে দুটি ইস্যু নিয়েই ঐক্যমতে পৌঁছনো যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০