
কবি: নীহার রঞ্জন দেবনাথ
চলছে বয়স কিবা উনিশ কুড়ি ,
মন বলছে কত অজানা কথা ।
গোপন স্বপ্ন কিছু ব্যাথা ।।
কেউ বলে সুন্দর তরুণ
কেউ বা বলে দিপ্ত বরুণ।।
মন বলে অজানা কথা বয়স ছিল যখন ষোলো
লোকে যে যা বলুক আমায় তাতে কি ই বা হলো
ভালোবাসার মানুষ যে জন তাকে খুঁজি রোজ
দিন চলে যায় রাত চলে যায় রাখে না সে খোঁজ ।
গোলাপ গালের মিষ্টি হাসি ভরে যায় মন
দুষ্টুমি আর লুকোচুরি শুধু খেলব দুজন
বুকের মাঝে বুক টি রেখে গালে দেবো চুম্বন
পাশে বাড়ির রাঙা বউটি , সেতো আমার বোন।
ভালোবাসতে হয় যদি ভুল , করবো সে ভুল আমি ।
ভালোবাসার যাদু দেখবে শুধু তুমি।
সবুজ বাগে পাখিরা সব দেখবে বসে নীড়ে ।
কাটবো সাঁতার খেলবো দুজন যমুনারই তীরে ।
পুষ্প ভরা ভালোবাসায় রাখবো চেপে বুকে
পালকি চড়ে আসবে তুমি আতর গোলাপ মেখে ।
বয়স হলো কুড়ি আমার ভালোবাসায় নেই বাধা
তুমি আমার জীবন ধন তুমিই আমার রাধা ।।