বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশের গান

কবিঃ কাজী হাবিবুর রহমান

একুশের গান গাই
আমরা একুশের গান গাই।
একুশ মোদের প্রাণের আলো
একুশ মোদের গর্ব তাই।

জন্মভূমি বাংলা মোদের
মাতৃভাষাও বাংলা ভাই,
‘রাষ্ট্রভাষাও বাংলা হবে’,
হিসাব কষে দেখতে পাই।
পাকিস্তানের জিন্না খান
রাষ্ট্রভাষা উর্দু চান,
বাঙালীরা বাঘের বাচ্চা
মানতে কী আর পারে তাই।

ঊনিশশ’ বাহান্ন সনের
ফেব্রুয়ারির এই তারিখ
স্লোগানে আকাশ বাতাস
মুখরিত চারিদিক,
মিছিল নিয়ে বেরোয় সবে
রাষ্ট্রভাষা বাংলা হবে,
পুলিশেরই সামনে গিয়ে
হারালো যে জীবনটাই।

শাশ্বত রঞ্জিত হলো
বাংলাভাষার অভিধান
শহিদেরই রক্ত দিয়ে
রক্ষা পেল ভাষার মান,
ছালাম জানাই ভক্তিভরে
বাংলাভাষার শহিদেরে,
সারাজীবন এই ভাষারই
মান রাখিব আমরা ভাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024