
কবিঃ মিজান বিএসসি
একুশ আমার আশার আলো
একুশ আমার কাব্য,
একুশ যেন মরা নদীতে বাণ
খরস্রোতা নাব্য ।
একুশ মানে নব আশা
নবীন মনের গান,
একুশ যেন মরুর দেশে
সবুজ শ্যামল প্রাণ।
একুশ মানে অনাগত
স্বপ্ন রাশি রাশি,
একুশ যেন মিষ্টি খুকীর
ফোঁকলা দাঁতের হাসি।
একুশ মানে বিশ্ব ব্যাপী
মাতৃভাষার সম্মান,
একুশ হলো শহীদ মিনার
স্মৃতিতে অম্লান ।