বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

একের পর এক সড়ক দুর্ঘটনা গভীর উদ্বেগজনক : মির্জা ফখরুল

একের পর এক সড়ক দুর্ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক।’বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

 

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার এবং তিনটি ইজিবাইকের ১৪ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল।বিবৃতিতে তিনি বলেন, ‘ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাপ্ত তথ্যমতে প্রাইভেটকারে থাকা শিশুসহ সাতজন এবং তিনটি ইজিবাইকের সাতজনসহ মোট ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।’

 

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে; অথচ সরকারের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024