বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এখন থেকে রাজনীতি করবেন সাকিব : কাদের

এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন ক্রিকেটার সাকিব আল হাসান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেখানে সাকিবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে সাকিব রাজনীতি করবে। এমনটি দলকে বলা হয়েছে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।

এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন সাকিব। তবে ঠিক কোন আসনের জন্য তাকে আওয়ামী লীগ নমিনেশন দিবে তা নিশ্চিত নয়।

তবে এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে, মনোনয়ন নিয়েই আলোচনা করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০