
রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে ঢাকা–৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ছাত্র পরিচয়ে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।
নাসীরুদ্দিন পাটওয়ারীর মিডিয়া সহকারী শামিল আব্দুল্লাহ বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজে একদল ছাত্র পরিচয়ধারী ছাত্রদলের নেতাকর্মীরা নাসিরুদ্দিন ভাইয়ের ওপর হামলা চালায়।
এদিকে হামলার অভিযোগ প্রসঙ্গে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন ভণ্ডুল করার জন্য যারা চেষ্টা করছে, এটা তাদেরই কাজ। আমাদের কাজ না। নির্বাচন আমাদের অনেক আকাঙিক্ষত একটি ফসল, যা আমরা আন্দোলন করে আদায় করেছি। সুতারাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নেই।’