
দেশের অন্যতম শুটিংস্পট বিএফডিসিকেও আরও নিরাপদ করা উচিত বলে মনে করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি দেশ রূপান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সময়ের আলোচিত এই অভিনেত্রী।
কদিন আগেই একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় নিজের ফোন হারিয়েছেন, ফোনের সঙ্গে হারিয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সেসময় নানারকম বেকায়দায় পরেছিলেন। এরপরেও এফডিসিতে নিরাপত্তার ব্যবস্থা তো নেওয়া হয়নি। বরং পিকনিক আয়োজন করা হয়েছিল। এতে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সরব হয়েছিলেন।
ফারিণ বললেন, ‘খবরে দেখলাম এফডিসিতে পিকনিক হচ্ছে। ওটা কি পিকনিকের জায়গা? চলচ্চিত্রের অন্যতম একটি শুটিংস্পটে যদি এমন হয় তাহলে সেখানে নানা কিছু হারাবেই, নানা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। আমার ফোন হারিয়ে যাওয়ায় বেশ বিপদে পড়েছিলাম। আমি শুনেছি এর আগেও সেখান থেকে ফোন হারিয়েছে। বিএফডিসির নিররাপত্তা জোরদার করা উচিত।’