বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চান এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্কের পার্লামেন্ট ন্যাটোর সদস্যপদ অনুমোদনের আগে আঙ্কারার কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসের কাছ থেকে পদক্ষেপ আশা করছেন তিনি।

এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমারও একটা প্রত্যাশা আছে। তুরস্কের কাছে এফ-১৬ বিমান বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে পাস করা উচিত যাতে আমরা একযোগে এসব পদক্ষেপ নিতে পারি।

বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন সত্ত্বেও মার্কিন কংগ্রেস কখন এই পরিকল্পনা নিয়ে এগোবে তা এখনও স্পষ্ট নয়। এফ-১৬ বিমান কেনার অনুরোধ অনুমোদনের কোনো সুস্পষ্ট সময়সীমা না থাকলেও আঙ্কারা সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির সঙ্গে যুক্ত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০