শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার টিকটক নিষিদ্ধ হলো নেপালেও

আন্তর্জাতিক ডেস্কঃ টিকটকে ছোট আকারের মজার ভিডিও পোস্ট করে তারকা বনে গেছেন অনেকেই। টিকটকের কন্টেন্টগুলো ‘সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর’ উল্লেখ করে এবার নেপালেও নিষিদ্ধ ঘোষণা করা হলো চীনা অ্যাপটি। নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ‘দূষিত বিষয়বস্তু’ ছড়াচ্ছে। তিনি বলেন, গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালে জনপ্রিয়তার দৌড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে টিকটক। তবে তরুণদের মধ্যে এটি বেশি জনপ্রিয়। এজন্য নেপালের জোট সরকারের একটি দলের নেতা এবং নেপালি কংগ্রেসের সিনিয়র সদস্য গগন থাপা নেপাল সরকারের টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার একটি প্রয়াস। আসলে নেপালের সরকারি কর্মকর্তাদের প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া উচিত। এর আগে, ভারতসহ আরও অনেকে দেশেই নিষিদ্ধ হয়েছিল ভিডিও শেয়ারিং অ্যাপটি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করে মন্টানা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024