বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার স্বস্তিকার নায়ক রাজ

‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘কাজলরেখা’– ছবি তিনটি দিয়ে ঈদ নিজের করে নিয়েছিলেন শরিফুল রাজ। তিন ঘরণার ছবিতে তিন রকমের রাজকে দেখে মুগ্ধ দর্শক। আগেই শোনা গেছে ‘কবি হয়ে কোরবানি ঈদেও মুগ্ধ করবেন নায়ক। এরমধ্যে জানা গেল এবার টলিউড অভিনেত্রী স্বস্তিকার নায়ক হচ্ছেন রাজ।

 

গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম।সে সময় তার বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাতে পারেননি। পরে জানিয়েছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। প্রায় আট মাস পর জানা গেল, ছবিতে স্বস্তিকার নায় রাজ।সিনেমাটির প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রেই জানা গেছে এখবর। তারা জানায়, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

 

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ ছবির শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে। তবে এ বিষয়ে মুখ খোলেননি হিমু আকরাম ও রাজ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০