শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি: বাইডেন

২০ বছর আগে ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় নিহতদের স্মরণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, টুইন টাওয়ার হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জো বাইডেন। বাইডেন বলেন, এই হামলার পর যারা ঝুঁকি নিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন এবং হামলার পর উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, কতটা সময় পার হয়ে গেছে, তা কোনো বিষয় নয়। এইসব স্মৃতিগুলো এমন যন্ত্রণাদায়ক যে মনে করিয়ে দেয়,যেন কয়েক সেকেন্ড আগেই ঘটনাটি ঘটেছে। প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, হামলার পর আমেরিকান মুসলিমরা নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। কিন্তু ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে রয়ে গিয়েছিল।আমরা শিখেছি যে, ঐক্য এমন এক জিনিস যা কখনোই ভাঙা উচিত নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024