শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ওবামাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ষাট বছরে পা দিয়েছেন।এ উপলক্ষে ম্যাসাচুসেটসের মার্থার ভাইনইয়ার্ডে ধুমধাম করে জন্মদিন উদযাপনের পরিকল্পনা ছিল তাঁর।কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ ফের বেড়ে যাওয়ায় কাটছাঁট করা হয়েছে সেই আয়োজন।এ খবর বিবিসি’র।ওবামার মুখপাত্র জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার (৭ আগস্ট) বড় পরিসরে জন্মদিন উদযাপনের কথা ছিল সাবেক প্রেসিডেন্টের।আর এই পরিকল্পনা হয়েছিল কয়েক মাস আগেই।তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ওবামা দম্পতি।ওবামার জন্মদিনের অনুষ্ঠান একেবারে সীমিত পরিসরে আয়োজন করা হবে।এতে উপস্থিত থাকবেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।বিবিসির খবরে বলা হয়, ওবামার জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে শত শত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।অভিনেতা জর্জ ক্লুনি, চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ, জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রের মতো খ্যাতিমান ব্যক্তিরাও আমন্ত্রণ পেয়েছিলেন।তবে কোভিড তাণ্ডবের মুখে বড় অনুষ্ঠান আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল দেশটিতে।অবশ্য অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন নিতে উৎসাহিত করেছিলেন বারাক ওবামা।সাবেক প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তবে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন।এজন্য তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।কারণ এ সময় জো বাইডেন শহর দেলাওয়ারে রেহোবথ সমুদ্রসৈকতে ছুটি কাটাবেন বলে পরিকল্পনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024