বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ারেনে ২৫ তম বার্ষিক সিটি কমিশনদের সম্মাননা রাত্রি উজ্জাপন

মিশিগান প্রতিদিন ডেস্কঃ গতকাল ১৬ মে (সোমবার) উদযাপিত হলো মিশিগান স্টেটের ওয়ারেন সিটির ২৫তম বার্ষিক সিটি কমিশন সম্মাননা রাত্রি। ইউক্রেনিয়ান কালচারের সেন্টারে ওয়ারেন সিটির বিভিন্ন কমিশন ও বোড মেম্বারদেরকে সিটি অব ওয়ারেন কাউন্সিল কমিশন কতৃক কমিশনারদেরকে তাদের অবদানের জন্য নৈশভোজ ও সম্মাননা প্রদান করা হয়।

অনুস্টানে ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউটস প্রধান অতিথি ছিলেন। পরে কমিশনারদেরকে মেয়র সম্মাননা পত্র প্রদান করেন।

অনুষ্টানে অন্যান্য কমিশন ছাড়াও ফয়ছল আহমেদ (ভাইস চেয়ার, বোড’ অব রিভিউ),আজিজ চৌধুরী (মেম্বার, বোড’ অব রিভিউ), খাজা সাহাব আহমেদ (বিউটিফিকেশন কমিশন), সুমন কবির (ক্রাইম কমিশন),

মৌরী (প্লেনিং কমিশন), নিজাম আহমেদ (ক্রাইম কমিশন) এবং সীমা বেগম (কালচারাল কমিশন)মোট ৭ জন বাংলাদেশি আমেরিকান কমিশনের সদস্য উপস্তিত ছিলেন।

তাছাড়া বাংলাদেশি কমিউনিটির কয়েক জন অতিথিও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন ইকবাল ফয়েজ স্বপন, মুহীত মাহমুদ, নোমান আরবী, নাজিরুল হক, সুয়েব মোবারক, কবির আহমেদ, ও এনু মিয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০