
মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করলেন বাংলাদেশি আমেরিকান কবির আহমেদ।
গত ২৬ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় নগরীর আল-শাহী প্যালেসে অনুষ্টিত এক নির্বাচনী প্রচারণা সভায় ওয়ারেন সিটিতে কাউন্সিলর প্রার্থী হিসাবে লড়বেন বলে ঘোষণা দেন তিনি।
রফিক উদ্দিন ও সরওয়ার সিকদারের যৌথ পরিচালনায় কয়েকশ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ সভায় হ্যামট্রামিক সিটির সাবেক এবং বর্তমান কাউন্সিলরগণ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিশিগানে প্রায় ১ লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস। যার অধিকাংশই ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেন এবং ষ্টারলিং হাইটস সিটিতে বসবাস করেন। হ্যামট্রামিক সিটিতে ৩ জন নির্বাচিত কাউন্সিলর থাকলেও ওয়ারেন সিটিতে কোন বাংলাদেশি কাউন্সিলর নেই। আসছে সিটি নির্বাচনে প্রবাসী ভোটাররা কাউন্সিলর হিসেবে একজন বাংলাদেশি আমেরিকানকে দেখতে চান।
সভায় বক্তারা তরুন ব্যবসায়ী ও সমাজসেবক কবির আহমেদ কে নির্বাচন করার অনুমতি ও কবির আহমেদের পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করেন।