
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অষ্টম রাউন্ড খেলা তিতাস ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। মানহা’স ক্যাসেল ও লিওনাইন চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকাল শেষ রাউন্ডে উত্তরা চেস ক্লাবের বিপক্ষে ড্র করলে চ্যাম্পিয়ন হবে তিতাস ক্লাব।অষ্টম রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে স্পোর্টস বাংলার আয়ান রহমান, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও রুবেল হোসেনকে পরাজিত করেন। স্পোর্টস বাংলার স্বর্নাভো চৌধুরী তিতাস ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেন।
মানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করেন। মানহা’স ক্যাসেলের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে এবং বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের পরাজিত করেন। মানহা’স ক্যাসেলের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ভারতীয় ফিদে মাস্টার সাহিব সিং যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। খেলাঘর দাবা সংঘ ২.৫-১.৫ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করেন।মার্চ মাসে শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেন ওয়াদিফা আহমেদ। আজ ১ মে ফিদে প্রকাশিত রেটিং ও টাইটেলে ওয়াদিফাকে আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব দেয়া হয়। রাণী হামিদ, শিরিন সুলতানা, শারমিন আক্তার লিজার পর ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক মহিলা মাস্টার। জান্নাতুল ফেরদৌস জোনাল চ্যাম্পিয়ন হলেও রেটিং পূর্ণ না করতে পারায় এখনো খেতাব পাননি।গত মাসে হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছিলেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। আইএম নর্ম তিনটি পেলেও এখন তার অপেক্ষা ২৪০০ রেটিং পূর্ণ করার। আজ প্রকাশিত রেটিংয়ে তাহসিনের রেটিং হয়েছে ২৩৭৪। আর ২৬ রেটিং বৃদ্ধি করতে পারলে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতি পাবেন প্রয়াত গ্র্যান্ডমাস্টারের পুত্র তাহসিন তাজওয়ার জিয়া।