বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কবির কলম সত্য বলে

                        কবিঃ শাহী সবুর

আমি স্বচ্ছ ধারার নির্যাস কবি
সত্য কথা কই,
আমি সত্যের পথে ন্যায়কে ধরে
সদায় সজাগ রই,
আমার বাণী শুনলে বিশ্ববাসি
করে উঠে হৈ চৈ,
আমি কাপুরুষের দলভুক্ত কেউ নই।

ন্যায়ের পথে চলতে গেলে
অনেক বাঁধা আসে,
স্বার্থে যখন আঘাত লাগে
কেউ থাকে না পাশে,
একাই আমি লড়ে চলি
অসত্যকে পায়ে দলি,
একা আমি সত্যের পথে অনড় হয়ে রই,
আমি চাটুকারদের দলভুক্ত কেউ নই।।

বুলেট বোমা গুলি করে
মারতে পারো জানি,
রাতকে তোমরা দিন করে দাও
সেই কথাও মানি,
কিন্তু আমি লিখেছি যা
কেমন করে মুছবে গো তা?
বিশ্ব মাঝে বিবেক হয়ে
সদায় সজাগ রই,
চিরতরে হেরে যাবার পাত্র আমি নই।।

আমার লেখায় অত্যাচারীর
বাহু ধরে চেপে,
সত্য ন্যায়ের পথে বিশ্ব
উঠবে একদিন খেপে,
কোথায় যাবে অত্যাচারীর দলে
কবর হবে কঠিন মাটির তলে,
শুধু মাত্র সময় কালের দাবী,
অত্যাচারী কোথায় পালায় যাবি?
আমজনতা যখন বদলা নিবে,
কবির কলম শুধুই সাক্ষ্য দিবে।
তোদের পাকা ধানে সেদিন দেখিস
পড়বে বাঁশের মই,
আমি শুধু সেই আশাতেই রই।।

সর্বহারা আসবে যেদিন তেড়ে
তোরা সেদিন যাবি এ দেশ ছেড়ে,
সেই দিন তো আর নয়কো বেশি দূরে,
কালের খেয়া আসবে আবার ঘুরে,
কবির কলম স্বপ্নের বাণী লেখে,
হাজার বছর সামনে কি তা কেবল কবি দেখে,
কবির কলম মহাকালের চাকা,
যায় না তাকে দাবায় থামায় রাখা,
পৃথিবীর সব অস্ত্র পিছে ফেলে,
কবির কলম চলে আগুন জ্বেলে,
সাধ্য কি তার রুখবে কে আর তাকে?
সেই তো মহান বীর
কলম চেলে বিশ্ব ভুবন কবি করে চৌচির।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০