
মিশিগান প্রতিদিন ডেস্কঃ এবার করোনায় আক্রান্ত হয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। তথ্যটি নিশ্চিত করেছেন হুইটমার নিজেই। তবে তাঁর উপসর্গগুলো হালকা। তিনি জানান, সম্প্রতি উপসর্গ টের পাওয়ায় করোনা পরীক্ষা করেন এবং সোমবার রাতে আক্রান্তের কথা জানতে পারেন।
মহামারীর সাথে গত দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করার পর করোনায় আক্রান্ত হলেন রাজ্যের গভর্নর। গত সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে হুইটমার বলেন, তিনি প্রোটোকল অনুসরণ করার সময় দূর থেকে কাজ করবেন। তিনি বলেন, “আমি আমার পরিবার, আমার কর্মীদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং টিকা আমাকে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দিয়েছে।” হুইটমার সম্পূর্ণ টিকা এবং দুটি বুস্টার শট নিয়েছেন এবং মিশিগানবাসীকে তিনি টিকা নিতে উৎসাহিত করেছেন।