বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় মারা গেলেন আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রী চার্লেস কোনান বানি মারা গেছেন।শুক্রবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মৃত্যুকালে চার্লেসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি জাতিসংঘের প্রস্তাবের অধীনে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারা। চার্লেসকে ‘ভাই ও বন্ধু’ আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘তিনি ছিলেন রাষ্ট্রের একজন মহান সেবক।’

আইভরি কোস্টের আরেক সাবেক প্রধানমন্ত্রী গিলাম সরো শোক প্রকাশ করে বলেছেন, ‘দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে দিয়েছিলেন চার্লেস।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০