রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় প্রাণ হারালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল সোমবার ৮৪ বছর বয়সে কোভিড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এক বিবৃতিতে তাঁর পরিবারের তরফ থেকে এই খবর দেয়া হয়।

ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছে, ‘কোভিড-১৯ জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল কলিন এল পাওয়েল আজ সকালে বিদায় নিয়েছেন। আমরা একজন স্মরণীয় ও ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারালাম।,

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর প্রথম দিকে কলিন পাওয়েলের নেতৃত্ব বেশ কয়েকটি রিপাবলিকান প্রশাসন আমেরিকার পররাষ্ট্র নীতি গঠন করেছিল।

কলিন পাওয়েল ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান। একজন মধ্যপন্থী ও বাস্তববাদী রিপাবলিকান হিসাবে জেনারেল পাওয়েল পরবর্তীতে রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের অধীনে ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেনI

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024