বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁদে এ মন

কবিঃ নীহার রঞ্জন দেবনাথ

সোনার গহনা গড়িয়ে দিলাম
পাওয়ার আশায় মন,
গহনা নিয়ে উড়াল দিল
আমার আপনজন ।।

ছল চাতুরি করেই গেল
সোনা হলো দামি ?
ভালোবাসার অভিনয়ে
অন্ধ ছিলাম আমি।।

ভালোবাসা অমূল্য ধন
বুঝলো নাকো সাকী,
সোনার শিকল সঙ্গে নিয়ে
আমায় দিল ফাঁকি।।

টাকা দিয়ে যায় না কেনা
সত্যি কারের মন,
ভুল করে চাঁদ ধরতে গিয়ে
দিবানিশি কাঁদছি সারাক্ষণ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০