
মিশিগান প্রতিদিন ডেস্কঃ পদত্যাগ করতে চাচ্ছেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলর আমান্ডা জোকায়াস্কি। ব্যক্তিগত এবং পেশাগত কারণ দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) হ্যামট্রামিক সিটির কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। আগামী মঙ্গলবার সিটি কাউন্সিল মিটিংয়ে তার পদত্যাগ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, হ্যামট্রামিক সিটির জনগণকে ধন্যবাদ জানিয়ে পদত্যাগপত্রে তিনি লিখেন,
“ব্যক্তিগত এবং পেশাগত কারণে আমি আমার কাউন্সিল পদ থেকে পদত্যাগ করছি। আমাকে সমর্থন করার জন্য হ্যামট্রামকের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।”
প্রসঙ্গত, ২০২২ সালের (২ জানুয়ারী) হ্যামট্রামিক সিটি কাউন্সিলর পদে নিয়োগ পান আমান্ডা জোকায়াস্কি।