শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারের আমির ঢাকায় আসছেন আজ

দুই দি‌নের সফ‌রে আজ বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

 

সোমবার (২২ এপ্রিল) বিকেলে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। সফ‌রে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।কাতারের আমিরের সফর নি‌য়ে রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতারের আমিরের সফরে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলোর মধ্যে আছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।

সমঝোতা স্মারকের মধ্যে আছে কাতারে জনশক্তি রপ্তানি, বন্দর ব্যবস্থাপনা সহযোগিতা, ধর্মীয় সহযোগিতা, উভয় দেশের কূটনীতিকদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সহযোগিতা।

২০০৫ সালে কাতারের ওই সময়ের আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় ২০ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024