
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাতারের রয়েল ফ্যামিলি আয়োজিত আর্থনা সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় দেশটির উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ তার সফরসঙ্গীরা। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার মূল প্রোগ্রাম হচ্ছে আর্থানা সম্মেলন। এর বাইরে ছোট ছোট আলোচনায় এনার্জি, ভিসা এবং বড় একটি সম্মেলনে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা হবে।সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। আজকে আমরা সন্ধ্যা সাতটার সময় কাতারের উদ্দেশে ফ্লাই করব। সেখানে নেমে রাত হয়ে যাবে। আমাদের ব্যস্ত দিন যাবে ২২ ও ২৩ তারিখে। স্যারের মূল প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থনা সম্মেলন। এর মূল আয়োজক কাতারের রয়েল ফ্যামিলি।তিনি বলেন, আমাদের এই টিমে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন। যেহেতু কাতারের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের এলএনজি আমদানির একটা চুক্তি আছে। কাতারের সঙ্গে আমাদের এনার্জির আলাপগুলো হবে। তাদের সঙ্গে আমরা ভিসা সংক্রান্ত কিছু আলাপ করব। আমরা আরো আলাপ করব কাতারের সঙ্গে আমাদের ইকোনমিক কো-অপারেশন কীভাবে বাড়ানো যায়। সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে। আমরা আশা করছি সেখানে ভালো কিছু রেসপন্স পাবো। কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের সঙ্গেসহ আরো মিটিং আছে। সেগুলোর ডিটেলস এখন আর কিছু বলছি না।প্রেস সচিব বলেন, আল-জাজিরা কাতারের খুব নামকরা টিভি স্টেশন। তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেড কোয়ার্টারে যাওয়ার জন্য। সেখানে তারা স্যারের ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ নেবেন। এছাড়া ওনার আরো কিছু এনগেজমেন্ট-মিটিং আছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাতারে আড়াই ঘণ্টাব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দেবেন। গ্লোবালি যারা রোহিঙ্গা ক্রাইসিসের সঙ্গে সম্পৃক্ত তারা সেখানে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে।
তিনি বলেন, আপনারা জানেন নিউইয়র্কে সেপ্টেম্বরে ইউএন হোস্ট করতে যাচ্ছে রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন। সেটারই প্রস্তুতি সুলভ এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। একের পর এক গ্লোবালি বড় বড় সম্মেলন করছি তার মধ্যে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা অলমোস্ট যেটা হারিয়ে গিয়েছিল, সেটা আবার গ্লোবাল ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে। আমরা সেখান থেকে খুব দ্রুত কিছু সমাধান পাব, এটা আমাদের আশা।
প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসবেন ২৪ তারিখ দিনগত রাত আড়াইটার দিকে বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, সফরে ওনার সঙ্গে আরও যাচ্ছেন ফরেন অ্যাডভাইজর মো. তৌহিদ হোসেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং আরো কিছু সিনিয়র সেক্রেটারি।