বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিসের নতুন বছর!

কবিঃ আফতাব মল্লিক
বারো মাসে একটা দিনে আসে নতুন বছর।
বাকি দিন কাটে কেমন কেউ রাখে না খবর।
শুভেচ্ছার বন্যা আসে নতুন বছর এলেই।
হয় অচেনা তারপরে সব ঐ দিনটা গেলেই।
লোক দেখানো দিনটা ঠিক আসেও অনেক সেজে।
কেক কাটা আর মোম বাতিতে খুশির সুরে বেজে।
রাত থেকে সব হই হুল্লোড় আর থাকে না হুঁশ।
দু’চার প্রহর দুঃখ ভুলে সবারই দিলখুশ।
কিন্তু যাদের দুঃখ ভোলার হারিয়ে গেছে পথ!
সারা বছর যাদের চালায় বিষণ্ণতার রথ।
তাদের কাছে নতুন দিন কিসের নতুন বছর?
যার কপালে নেইকো লেখা একটা সুখের প্রহর।
নতুন বলে নতুন কিছু আসে না তার কাছে।
জন্ম থেকেই ভাগ্যতে যার গরীব লেখা আছে।
অনেক খেটে একবেলা যার পান্তা মুড়ি জোটে।
কেউ ভাবে না কেমন করে ওদের হাসি ফোটে।
ভাঙা ঘরে কাটে ওদের বর্ষা বাদল সবই।
নতুন দিনেও হয় না বদল সেই সে চেনা ছবি।
সবাই যখন রঙিন কেক এ মোমবাতিটা জ্বালে।
ওরা তখন তৃপ্তি খোঁজে কাঁকর বাছা চালে।
ছেঁড়া জামায় দিন কেটে যায় বিনা কাঁথায় রাত।
কেউ দেয় না বাড়িয়ে কাছে সমব্যথীর হাত।
কতো ছেলে ফুর্তি করে নতুন দিনে সেজে।
ওদের তখন ক্লান্ত দুহাত এঁটো বাসন মেজে।
আকাশ ছোঁয়া দালান গড়েও ওদের ভাঙা ঘর।
স্রোতে ভাসা জীবন জুড়ে নেইকো সুখের চর।
হাজার রঙিন স্বপ্ন নিয়ে অনেক মেয়ে আসে।
বিয়ের পরে কতো জীবন চোখের জলে ভাসে।
ওদের মনেও ছিল কতো স্বপ্ন সুখের ছবি।
অত্যাচারের জ্বালায় আজ হারিয়ে গেছে সবই।
নতুন দিনের পায় না খুশি ওদের বাবা মা।
একটা দিনও চিন্তা ছাড়া থাকতে পারে না।
এমনি করেই কাটে যাদের দিনের পরে দিন।
কে শোনাবে তাদের কানে একটু সুখের বীণ!
যাদের কাছে নতুন বছর এসেও আসে নাকো-
ওপর ওয়ালা তাদের তুমি অনেক ভালো রাখো।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024