বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষকের জীবন

কবিঃ কল্পনা দাস
ভোর না হতেই লাঙল কাঁধে
কৃষকরা যায় ক্ষেতে
সোনার ফসল ফলাবে তাই
সদা থাকে মেতে।

রোদে পুড়ে জলে ভিজে
ফসল ফলায় তারা
তবু তাদের সুখ আসেনা
কষ্টতেই যায় মারা।

অনেক সময় দুর্যোগে হয়
ক্ষেতের ফসল নষ্ট
কৃষকেরা দেখে আঁধার
স্বপ্নেরা হয় ভ্রষ্ট।

আবার নব উদ্যমে কাজ
করে দেশের চাষা
সবকিছু ঠিক হয়ে যাবে
বাঁধে বুকে আশা।

হেমন্তকালে ধানের গন্ধে
চারদিক মৌ মৌ করে
কৃষকেরা মহানন্দে
ধান কাটে গান ধরে।

ফসলের নিট মূল্য পেলে
ফুটবে হাসি মুখে
সারাবছর কৃষকেরা
কাটাবে দিন সুখে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০