রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কেনিয়ায় বন্যায় নিহত ২২৮

নাইরোবি, ০৫ মে – কেনিয়ায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তবে মে মাসে দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও অন্যান্য অবকাঠামো।মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। বাড়ি ছাড়া হয়েছেন দুই লাখের বেশি।

এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলও। দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে ঘর ছেড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, প্রবল বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৭ বাসিন্দা। তবে নিহতদের এই তালিকায় প্লাবিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারানো দু’জনকে রাখা হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024